সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপ ফাইনালে এমবাপের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : ১১ জনের আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালটা যেন একাই খেললেন কিলিয়ান এমবাপে। ৭৮ মিনিট পর্যন্ত দল যখন হেরে যাওয়ার পথে তখন কী স্নায়ুর জোরটাই না দেখালেন কিলিয়ান এমবাপে! মাত্র ১ মিনিটের ব্যবধানে দুই গোল ফরাসি ফরোয়ার্ডের।
অতিরিক্ত সময়েও আবারও দলের ত্রাতা এমবাপে। ১১৮ তম মিনিটে গোল করে দলকে হারের মুখ থেকে বাঁচিয়ে দেওয়ার পর তুলে নিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকও।
এই হ্যাটট্রিকে নতুন রেকর্ডের মালিক হয়েছেন এমবাপে। জিও ফোর্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন ফরাসি সুপারস্টার। ম্যাচের শেষ গোলটা করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোল সংগ্রাহকও হলেন তিনি। ৮ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন তিনি।
দুই বিশ্বকাপ মিলিয়ে এমবাপের গোলসংখ্যা এখন ১২। দ্বাদশ গোলে বিশ্বকাপে গোলসংখ্যার দিক দিয়ে এখন পেলের সমান পিএসজি ফরোয়ার্ড।


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ