সর্বশেষ সংবাদ :

বাউয়েটে ‘সাইবার সিকিউরিটি ফর ইনফরমেশন এইজ: প্র্যাক্টিস এন্ড চ্যালেঞ্জস’ শীর্ষক সেমিনার

নাটোর প্রতিনিধি : 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ২৩ আগস্ট মঙ্গলবার বাউয়েটের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আইকিউএসির সহযোগিতায়‘ ‘সাইবার সিকিউরিটি ফর ইনফরমেশন এইজ: প্র্যাক্টিস এন্ড চ্যালেঞ্জস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বাউয়েট এর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান ইমরান প্রধান রিসোর্স পারসন হিসেবে সেমিনার পরিচালনা করেন। তিনি সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা, সাম্প্রতিক পরিবর্তন, প্রযুক্তি ও প্রকৌশল উন্নয়ন, ক্ষেত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করেন।

 

বক্তব্য রাখছেন বাউয়েট এর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান ইমরান

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোঃ রুবেল বাশার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ। সেমিনার আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আয়োজকদের ধন্যবাদ জানান।

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine