রাজশাহীতে নানা আয়োজনে শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক উল্লেখ করে বলেন, আজকের আলোচনা সভার মূখ্য উদ্দেশ্য শেখ কামালের জীবন থেকে আমাদের যুবসমাজ কী শিখবে, কী জানবে, কেন তাঁকে অনুসরণ করবে, তাঁর প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে তা জানা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা।
বিভাগীয় কমিশনার বলেন, দেশকে শত্রুমুক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধুর ডাকে দেশের জনগণের সঙ্গে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর এডিসি ছিলেন শেখ কামাল। তিনি শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
জিএসএম জাফরউল্লাহ্ বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। ভালো গান করতেন, সেতারা বাজানোতেও বেশ পারদর্শী ছিলেন। যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে, এর প্রায় সব গুণাবলি শেখ কামালের মধ্যে ছিল। তিনি শেখ কামালকে খেলাধুলা এবং সংস্কৃতিচর্চার ক্ষেত্রে ‘অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনাসভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এরআগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে দিনভর দিবসটি উদযাপন করে। জেলার বিভিন্ন উপজেলাতেও দিবসটি উদযাপন করেছে।
নগর আ’লীগ: শুক্রবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইলিয়াস উদ্দিন।
এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আব্দুস সালাম, মজিবুর রহমান, আলিমুল হাসান সজল, ইউনুস আলী, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।
জেলা আ’লীগ: জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে অলোকার মোড়ের দলীয় কার্যালয়ে এই দোয়া ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এর অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায়, দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা রেজওয়ানুল হক পিনু মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মতিউর রহমান, সহ-সভাপতিমন্ডলী আমানুল হাসান দুদু, এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ এবং আলহাজ জাকিরুল ইসলাম সান্টু প্রমূখ।
রাসিক: এ উপলক্ষে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা জানান।
এরআগে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, শহীদ শেখ কামাল ও ১৫ই আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২নং সংরক্ষিত সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ।
এছাড়া প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমেরী আহমেদসহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজশাহী শিক্ষাবোর্ড: উপলক্ষে সকালে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বাঘা: সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাঘা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাঘা প্রেসক্লাব-সহ সমাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনা ও নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মামুনুর রহমান, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
পবা উপজেলা: শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “শহীদ ক্যাপ্টেন শেখ কামাল” নির্মল তারুণ্যের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামসুন্নাহারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সোহেল রানা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক, ইসলামি ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মুসলেহ উদ্দিন, উপজেলা মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মওলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ, শাহমুখদুম থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিন প্রমুখ।
জেলা যুবলীগ: বীর মুক্তিযোদ্ধা শহীদ কাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিনে রাজশাহী জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আজ বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ আলী আজম সেন্টু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সাংগঠনিক সম্পাদক ওয়াসীম রেজা লিটন,মোবারক হোসেন মিলন,মাসুম আল রশিদ সেজানুর রহমান,দপ্তর-সম্পাদক মিজানুর রহমান(পল্লব) সাংস্কৃতিক-সম্পাদক গোলাম মোরশেদ মুসা শিল্প-ব্যনিজ্য সম্পাদক সেলিম শেখ শিক্ষা-বিষায়ক রিয়াজ উদ্দিন সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গির সদস্য ইকবাল হোসেন শফিকুল ইসলাম জৌলুস মাহমুদ জেমস মুক্তার হোসেন সহ প্রমুখ আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন রাজশাহী জেলা যুবলীগের অর্থ-সম্পাদক হাফিজুর রহমান।
নওগাঁ: বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে অস্থায়ী বেদীতে পুসপ স্তবক অরপন, বৃক্ষরোপন, আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে নওগাঁয় জন্মদিন পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেখ কামালের অস্খায়ী বেদী প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে,এম মামুন খান চিশতী, এলজিইডির পক্ষে নিবাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, এছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমুহ পুসপস্তবক অরপন করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কে,এম মামুন খান চিশতী, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম নাজমুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশানের সভাপতি মামুনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে নারী ও পুরুষদেও প্রীতি ফুটবল এবং টেনিস ক্লাবে প্রীতি টেনিস খেলা অনুষ্ঠিত হবে।
শিবগঞ্জ: শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে জুমার নামাজ শেষে শেখ কামালের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পূস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন
গোমস্তাপুর: শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, স্মৃতিচারন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন এলাকার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান. রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, গোমস্তাপুরথানার অফিসার ইনচার্জ (ওসি) গোমস্তাপুর আলমাস আলি সরকার. উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম. উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলী. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস বেগম প্রমুখ।
পত্নীতলা: শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক কাউন্সিলর গৌতম দে, সূধীজন প্রমূখ ।
বড়াইগ্রাম: উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এবং ওসি আবু সিদ্দিক বক্তব্য রাখেন। অপরদিকে, বড়াইগ্রাম পৌরসভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর: শুক্রবার সকালে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নিয়ামতপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আ্ওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেন।
উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনে অস্থায়ী মঞ্চ করে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করা হয়। পুস্পস্তাবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির ও ওসি তদন্ত ফইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ ও ফায়ার সার্ভিস। পরে হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।


প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ