সর্বশেষ সংবাদ :

এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কা পাবে প্রায় ৫৭ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক: চলতি মাসে টি-টোয়েন্টি এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে তা সংযুক্ত আরব আমিরাতে সরাতে বাধ্য হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে আয়োজক স্বত্ব থাকছে শ্রীলঙ্কার হাতেই। শ্রীলঙ্কা ক্রিকেট সেক্রেটারি মোহন ডি সিলভা বললেন, দেশে প্রতিযোগিতা আয়োজন করতে না পারলেও বড় অঙ্কের অর্থ পাবে তারা।
বোর্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এশিয়া কাপের বিভিন্ন খাত থেকে ৬০ লাখ ইউএস ডলার পাবে শ্রীলঙ্কা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ কোটি টাকা! ডি সিলভা বললেন, ‘শ্রীলঙ্কা এখনও ২৫ লাখ ইউএস ডলার হোস্টিং ফি, ১৫ লাখ ইউএস ডলার টিকিট বিক্রি থেকে এবং প্রতিটি অংশগ্রহণকারী দলের জন্য ২০ লাখ ইউএস ডলার পাবে।’
তবে দেশে এশিয়া কাপ আয়োজন করতে পারলে অর্থনৈতিক এই দুর্গতির সময়ে উপকার হতো বললেন ডি সিলভা, ‘দেশে বিরাজমান অস্থিরতার কারণে স্টেকহোল্ডারদের মনে সংশয় ছিল। যদি আমরা আয়োজন করতে পারতাম তাহলে শ্রীলঙ্কার অর্থনীতি পর্যটন খাতের মাধ্যমে ঊর্ধ্বগতি হতো এবং দেশের ভাবমূর্তিরও উন্নতি হতো।’
আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানদের সঙ্গে। ১ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেরা চারে উঠতে পারলে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রতিযোগিতার ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।


প্রকাশিত: আগস্ট ৫, ২০২২ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ