সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।

আলোচনায় আরো অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা বেগম, অ্যাঞ্চেলস গার্ডেনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। সভায় শিশু সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: আগস্ট ১, ২০২২ | সময়: ৯:২৫ অপরাহ্ণ | Daily Sunshine