বিমানবন্দরে কৃষিমন্ত্রীকে বিএমডির অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর হযরত শাহ মখদুম রহ: বিমানবন্দরে পৌছান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় তাকে অভ্যর্থনা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান।
এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ, বিএমডিএ সচিব মো শরিফ আহম্মেদ, প্রকৌশলী মুক্তাদির রহমান, প্রকৌশলী মো. নাজমুল হুদা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রীর সফর সূচী অনুযায়ী জানা গেছে, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রির উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় “ধান ভিত্তিক শস্যবিন্যাস উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে এদিন দুপুরে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এ কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর আয়োজনে কৃষি সেক্টর রুপান্তরে বিনিয়োগ আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২২ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ