পবার নওহাটায় মাদ্রাসা’র উদ্বোধন করলেন মেয়র হাফিজ

পবা প্রতিনিধি:
পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া জামালুল কুরআন সালাফী মাদ্রাসা এবং নির্ধারিত মসজিদ ও এতিমখানার জন্য দানকৃত জমি গ্রহণ এবং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।

 

 

 

 

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড.মো: মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তানোর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শায়খ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, অত্র মাদ্রাসার জমি দাতার পূত্র মামুনুর রশিদ, শিক্ষক আব্দুর রহমান কারামী, ড.এস এম আজিজুল্লাহ, ক্বারী মাও: নিজামুদ্দিন, শায়খ আহমুদুল্লাহ, মোস্তাকিম হোসেন, মিজানুর রহমান মিজান, রেজাউল ইসলাম প্রমুখ।

 

 

 

উল্লেখ্য মাদ্রাসার জন্য জমি দাতা মৃত হারুন-অর-রশিদ এবং মাধ্যমে গ্রহণ করা হয় তারই সন্তান মামুনুর রশিদ।

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine