সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের সচেতনতামূলক সভা

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য সপ্তাহর পঞ্চম দিন বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে উপজেলার আকবরপুর ইউপির রাউতাড়া গ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা মহসিনা পারভিন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, মৎস্য দপ্তরের কর্মচারী ও মৎস্যচাষীরা।
এসময় ইনোভেশন কার্যক্রমের অংশ হিসাবে উন্নত পদ্ধতিতে চ্যাপা শুটকী প্রস্তুত ও বাজারজাত করণ বিষয়ে সুফলভোগীদের নিয়ে আলোচনা এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত করা হয়।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ