সর্বশেষ সংবাদ :

বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ৫০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনা মূল্যে ০৫ কেজি উফশী রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ এর আওতায় ২০২২-২৩ মৌসুম উপলক্ষে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির নিমিত্তে এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি বিভাগের সামনে নির্বাহী অফিসার শারমিন আক্তার এ প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, সমাজসেবা অফিসার মো: নাফিজ শরিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, আমরা কোন আবাদি জমি ফাঁকা রাখতে চাইনা। এটা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা। সে মোতাবেক বাঘায় পর্যায় ক্রমে প্রায় সকল প্রকার কৃষি প্রনদনা এবং রাসায়নিক সার বিতরণ করে চলেছি। আমার বিশ্বাস এ সকল উপকরণ বিতরণের মাধ্যমে একদিকে উপকৃত হবে কৃষক, অপর দিকে কৃষি পন্যে সাবলম্বী হবে দেশ।


প্রকাশিত: জুলাই ৪, ২০২২ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine