চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১৪ পরিবার পেল ৭০ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতবছরের ৪ আগস্ট  পদ্মা নদীতে স্মরণকালের ভয়াবহ বজ্রপাতে নিহত ১৪টি পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে ৭০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে পরিবারগুলোর মাঝে চেক বিতরণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি’র সুপারিশে প্রধানমন্ত্রী এই বরাদ্দ দেন বলে জানানো হয়।

এছাড়া বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীসহ ৬৪ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ৩২ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চেকের মাধ্যমে এই টাকা বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

 

সানশাইন/টি. এ

 


প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ৮:১৮ অপরাহ্ণ | Daily Sunshine