মান্দায় ধান উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আধুনিক পদ্ধতিতে বোরো ধানের চারা রোপণ, পরিচর্যা, রোগ-বালাই দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় রাজশাহী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফজলুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন-অর-রশিদ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম আনোয়ার উদ্দিন, শাহ্ কৃষিতথ্য পাঠাগার ও যাদু ঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ প্রমুখ। কর্মশালায় ৩০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন। শেষে ব্রি-ধান ৮২ আউশ জাতের ধানবীজ একজন কৃষকের হাতে তুলে দেন অতিথিরা।

সানশাইন/ শামি


প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২ | সময়: ১০:২৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর