রুয়েটে কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দপ্তর/বিভাগ/শাখায় কর্মরত ৪২ জন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৬-১৭ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি, ০২ (দুই) দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল গোফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ। অনুষ্ঠানে শুভে”ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। অংশগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে ০২ (দুই) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান করা হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ