সর্বশেষ সংবাদ :

রৌদ্রজ্জ্বল থাকবে ফাল্গুন-ভালোবাসার দিন

ঢাকা অফিস: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার (১৪ ফেব্রুয়ারি) পালিত হতে যাচ্ছে ‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবস। এদিন চকলেটের বাক্স, লাল গোলাপ কিংবা পছন্দের কোনোকিছু দিয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। বাংলাদেশে একই দিন পড়েছে পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। অর্থাৎ ভালোবাসা দিবসেই শুরু হচ্ছে বসন্ত। তাই বাঙালির জন্য ফাল্গুনের শুরু আর ভালোবাসার দিন মিলেমিশে একাকার। সব মিলিয়ে ফাল্গুনের উৎসব পালিত হতে চলেছে এবার ভ্যালেন্টাইনের আমেজে; কিংবা ভ্যালেন্টাইন ফাল্গুনের আমেজে।

কিন্তু ভালোবাসার এই দিনে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া অফিস বলছে, এদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টির আভাস নেই। তাপমাত্রা বেড়ে কমে যাবে শীত। রোববার রাতে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়বে। আগেই অবশ্য আমরা এ ধরনের পূর্বাভাস দিয়েছিলাম। আকাশে মেঘ থাকবে না। শৈত্যপ্রবাহের আওতাধীন এলাকাও কমে আসবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন আসতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ১:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ