রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৮টি জেলার জুয়েলার্স মালিক-সমিতির সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার। সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার বেলা ২টায় রাজশাহী বিভাগের সকল জেলার জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকারের সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি আসলাম উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি সাধন সরকার, উৎপল রায়, আকতার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আশিষ রায়, আনসার আলী, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক শিখন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম অপু, সহ-কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম খান সহ নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া জেলা জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দ।