হাটগাঙ্গোপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে বুধবার সকালে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। রাজশাহী জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান পরিচালনা করেন।
বাজার তদারকিমুলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাটগাঙ্গোপাড়া বাজারের হেলালের মুদি স্টোরে ১৫ হাজার এবং হেলাল ফল ভান্ডারকে ৫০০ টাকা জরিমানা করেন। এসময় ছিলেন বাগমারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম।
অভিযানে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জিল্লুর রহমান সহ একটি টিম সহযোগিতা প্রদান করে।
রাজশাহী জেলা ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মাসুম আলী বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ