মঙ্গলবার, ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৪৪তম সভায় সভাপতিত্ব করেন।
মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি ও মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ সরাসরি এবং রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা রংপুর থেকে ভার্চুয়ালি উক্ত সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ। সভার শুরুতে দুই বছরের জন্য রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডলকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়।