সান্তাহারে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহত শিল্পী উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। মঙ্গলবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নং প্লাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানায়, এদিন দেড় টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ৪ নং প্লাটফর্মের ৩ নম্বর লাইনে বগুড়া থেকে একটি মেইল ট্রেন এসে পৌঁছায়। এসময় ওই নারী ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
তিনি আরও জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই নারী স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো এবং তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর