সর্বশেষ সংবাদ :

পুলিশের উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেল প্রতিবন্ধী ইউসুফ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। রবিবার সকাল

১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরের উদ্বোধন করেন। এ উপলক্ষে বগুড়ার আদমদীঘি থানা পুলিশের আয়োজনে সান্তাহার ইউনিয়ন ছাতনী হেলালিয়া পাইকপাড়া গ্রামের প্রতিবন্ধী ইউসুফ আলীর পরিবাররে তিন কক্ষ বিশিষ্ট একটি ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আলমাস আলী, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপ পরিদর্শক শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৪১৫ বর্গফুট আয়তনের ৪০০টি ঘর হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে সান্তাহার ইউনিয়ন ছাতনী পাইকপাড়া গ্রাম একটি প্রতিবন্ধী পরিবার ঘর পেয়েছেন। তিন কক্ষের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় নির্ধারন করা হয়েছে ২লক্ষ ৫০ হাজার টাকা।


প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ | সময়: ৩:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine