নাটোরে মেছো বাঘ মেরে গাছে ঝুলিয়ে রাখলো গ্রামবাসী

সানশাইন ডেস্ক রিপোর্ট;

নাটোরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছেন এলাকাবাসী। খবর পেয়ে শনিবার ২৯ জানুয়ারি সকালে বনবিভাগের একজন কর্মচারী মৃত বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করেন ।

এর আগে বৃহস্পতিবার ২৭ জানুয়ারি রাতে নাটোর সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের কৈগাড়ি কৃষ্টপুর গ্রামে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নাটোর সদর উপজেলার কৈগাড়ি এলাকার মিরাজ আলীর হাঁসের খামারে আক্রমণ করে বাঘটি । এসময় খামার মালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে। পরে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন তারা । খবর পেয়ে আজ সকালে বনবিভাগের একজন কর্মচারী ঘটনাস্থলে আসে। তিনি বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করে ।

বনবিভাগের কর্মচারী রফিকুল ইসলাম জানিয়েছেন, ওই এলাকায় আরও মেছো বাঘ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ভবিষ্যতে সেগুলো বের হলে না মারার জন্য গ্রামবাসীকে অনুরোধ করা হয়েছে ।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানায়, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি ।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ | সময়: ৯:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ