সর্বশেষ সংবাদ :

বিদ্রোহী সেনাদের হাতে আটক বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রখ মার্ক ক্রিস্চিয়ান কাবোর দেশটির বিদ্রোহী সেনাদের হাতে আটক হয়েছেন। সোমবার রাজধানীর সামরিক ক্যাম্পের অজ্ঞাত স্থানে তাকে আটকে রাখার খবর দিয়েছে চারটি নিরাপত্তা সূত্র এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক। এর আগের রবিবার (২৩ জানুয়ারি) বুরকিনা ফাসোর রাজধানীর দুটি সামরিক ঘাঁটিসহ একাধিক জায়গায় গোলাগুলিকে কেন্দ্র করে অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ে। তবে অভ্যুত্থানের খবর উড়িয়ে দেয় দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী ওয়াগাদুগুরের দুটি সেনা ব্যারাকসহ কয়েকটি জায়গায় গোলাগুলির খবর পাওয়া গেছে। কিন্তু সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেনি। টেলিভিশনে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইমি বার্থেলেমি সিম্পো অভ্যুত্থান ও প্রেসিডেন্ট আটকের খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়ার মধ্যেই এমন খবর এলো। প্রেসিডেন্টকে কোথায় আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করেনি বিদ্রোহী সেনারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত এবং ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পর্যাপ্ত রসদের দাবি করেছে কিছু সেনা। যদিও বিদ্রোহী সেনাদের দাবির বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ সংক্রান্তে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি এখনও।

সূত্র: রয়টার্স, বিবিসি, ফ্রান্স ২৪


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ৬:১৯ অপরাহ্ণ | সুমন শেখ