স্বাধীনতার পর রাজশাহী সদরে আওয়ামী লীগের জয় এলো স্বতন্ত্রের হাত ধরে

স্টাফ রিপোর্টার : রাজশাহী- (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলের প্রার্থী হয়ে তিনবারের এমপি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা (নৌকা) এবার বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার (কাঁচি) কাছে তিনি পরাজিত হন। স্বাধীনতার পর প্রথম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে এ আসনটি প্রথম ফিরে পেল আওয়ামী লীগ। এর আগের নৌকা নিয়ে জোটবদ্ধ অন্য দলের নেতাদের কব্জায় ছিলো রাজশাহী-২ (সদর) আসনটি।
এবার প্রথমে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তবে জোটবদ্ধ নির্বাচন করার কারনে নৌকা প্রতীক তুলে দেওয়া হয় চতুর্থবারের মত ফজলে হোসেন বাদশার হাতে। এরপর শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী হন। তবে প্রথম পর্যায়ে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। এরপর তিনি উচ্চ আদালতে আপীল করেন। সেখানেও রায় বহাল রাখা হয়। তারপর সুপ্রিম কোর্টে প্রার্থীতা ফিরে পেয়ে কাঁচি প্রতীক নিয়ে ভোটে দাড়ান। এরপর মাত্র কয়েকদিনের প্রচারে তিনি জয় ছিনিয়ে নেন।
সংশ্লিষ্ট জানায়, রাজশাহী সদর আসনের ১১২ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা পান ৫৫ হাজার ১৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা পান ৩১ হাজার ৪২৩ ভোট।


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ