সর্বশেষ সংবাদ :

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, আহত ১৩

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির টেলিভিশন চ্যানেল এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রশাসিনক এলাকা ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের ফলে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  শনিবার এক বিবৃতিতে জাপানের আবহাওয়া দফতর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি বলেছে, শুক্রবার দিবাগত রাত ১ টা ৮ মিনিটে দেশের সর্বদক্ষিণের দ্বীপ কিয়াউশুর উপকূলে ভূপৃষ্ঠের ৪৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে । তবে সমুদ্র উপকূলীয় এলাকায় উৎপত্তি হলেও এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো শঙ্কা নেই । দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ | সময়: ৩:৪২ অপরাহ্ণ | সুমন শেখ