সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন। গত শনিবার নগরীর পদ্মা সাধারণ গ্রন্থাগারে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করেন।
এসময় ভারতীয় সহাকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, যেহেতু ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের জন্য একটি ব্যস্তদিন ছিল। তাই ৪ দিন পর দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে বাহান্নর মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, মহান বাঙালি সংস্কৃতি ও ভাষা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, রাজশাহীর প্রবীন সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম ও রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন উপস্থিত ছিলেন। পরে বাজরাদানা দিয়ে তৈরি নাস্তা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কশিশনার মনোজ কুমার বাজরা খাবারের গুরুত্ব ও উপকারিতাও তুলে ধরেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৭:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ