সর্বশেষ সংবাদ :

সান্তাহারে সরকারী নির্দেশনা অমান্য করায় পাঁচ পথচারীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদীঘিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী জারিকৃত

নির্দেশ অমান্য করে মাস্ক বিহীন চলাফেরার দায়ে পাঁচজন পথচারীকে ৩৫০ টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় এ মোবাইল পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।

মাহবুবা হক বলেন, গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছেন সরকার। এই ১১ দফা নির্দেশনা মানাতে শনিবারে উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় মাস্ক বিহীন চলাফেরার অপরাধে পাঁচজন পথচারীকে ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ড প্রাপ্তরা হলেন, দুপচাঁচিয়ার গোবিন্দপুর গ্রামের রুবেল হোসেনের ১০০টাকা, আদমদীঘির ছাতিয়ানগ্রাম বড় আখিড়া গ্রামের স্বাধীন, রাকিব, রাহাত এই তিনজনের ১৫০ টাকা এবং নওগাঁর দোগাছী গ্রামের বাদল হোসেনের ১০০ টাকা সর্বমোট ৩৫০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৫:৩৩ অপরাহ্ণ | সুমন শেখ