সর্বশেষ সংবাদ :

নেতা-কর্মীদের আ’লীগের থেকে শিক্ষা নিতে বললেন সাবেক ভিপি নুর

সানশাইন ডেস্ক;

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘নির্যাতন আসবে, তবুও আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে আপনারা আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নেন।

তিনি বলেন, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২৫ বছর এই আ’লীগের নাম কেউ মুখে নিতে পারে নাই। তখন তারা চাইলেই যা ইচ্ছা করতে পারে নাই । সেই আ’লীগ আজ জোর করেই রাষ্ট্র পরিচালনা করছে ।

গতকাল শুক্রবার ৭ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ উদ্যোগে নির্বাচনী সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে নুর এসব কথা বলেন।

নুর আরো বলেন, আওয়ামী লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য-উদ্দেশ্য না। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিদেশের তাবেদারি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা।

আওয়ামী লীগের নেতাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এটাই শেষ না , নিষেধাজ্ঞা আরও আসবে। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যদি দেশে গণতন্ত্র থাকে ।

নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেছেন, আমি জানি, আপনারা নির্যাতিত হচ্ছেন। আমিও কম নির্যাতিত হইনি। কিন্তু কারও সঙ্গে কোনো আপস করিনি। এই নির্যাতনের বিনিময়ে এ দেশের মানুষ মুক্তি পাবে ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. রেজা কিবরিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ৯:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ