সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ইউপি নির্বাচনে নৌকা-৪, স্বতন্ত্র-২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পঞ্চম ধাপে বগুড়ার আদমদীঘির ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-৪

স্বতন্ত্র-২ চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গণনার শেষে রাত ১০ টায় বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ।

চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হক আবু ভোট পেয়েছেন ৯ হাজার ৭৬৫। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা ভোট পেয়েছেন ৬ হাজার ৯০৯। কুন্দুগ্রাম ইউপির নৌকা প্রতীকের প্রার্থী শামিম উল ইসলাম ভোট পেয়েছেন ৭ হাজার ৬৯১। প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম বেলাল হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ২৭৫। আদমদীঘি সদর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান ভোট পেয়েছেন ৮ হজার ৫১৭। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী বুলবুল ফারুক ভোট পেয়েছেন ৭ হাজার ১০৩। সান্তাহার ইউপির নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৬৭। প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোজাহার হোসন পিন্টু ভোট পেয়েছেন ৫ হাজার ২২০। চাঁপাপুর ইউপির স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম (মাস্টার) ভোট পেয়েছেন ৫ হাজার ৩১১। প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ভোট পেয়েছেন ৫ হাজার ১৯৩। নশরতপুর ইউপির স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা ভোট পেয়েছেন ৬ হাজার ৫০৭। প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উজ্জ্বল হোসেন ভোট পেয়েছেন ৬ হাজার ৪১৯। ছাতিয়ানগ্রাম ইউপি একটি কেন্দ্রে ভোট গণনা বাকি রয়েছে।

উল্লেখ্য, আদমদীঘির ৬ টির ইউপির মধ্যে সান্তাহার ইউপিতে ইভিএম ও ৫ টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৭ হাজার ১৬১ জন। পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৫৯ জন। মহিলা ভোটার সংখ্যা ৬৮ হাজার ২০২জন।

 


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ১:৫৭ অপরাহ্ণ | সুমন শেখ