শুক্রবার, ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচালনা পর্ষদের সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর চেম্বার ভবনে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘বঙ্গবন্ধু কর্ণার’ এবং চেম্বার জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য বিদায়ী সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক মো. শামসুজ্জামান আওয়াল।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নবনির্বাচিতরা হলেন, সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক ইসরাত জাহান, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক সাজ্জাদ আলী, পরিচালক হারুন উর রশীদ, পরিচালক মামুনুর রহমান, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক আব্দুল গাফফার, পরিচালক এবিএম হাবিবুল্লাহ (ডলার), পরিচালক তৌরিদ আল মাসুদ, পরিচালক মাসুম সরকার, পরিচালক রিয়াজ আহমেদ খান,
পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক এনামুল হক, পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক মতিউল হক, পরিচালক এস,এম আইয়ুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার সচিব জনাব মহঃ গোলাম জাকির হোসেন।