সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা আনছার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড মাঠে জানাজা নামাজের শেষে কলসা কুঁচকুড়ি পাড়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কফিনে সম্মান প্রদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহমেদ, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই- এলাহী কাজলসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্টান্ড এলাকায় বসবাস করতেন। তিনি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দিছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

 


প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১ | সময়: ৩:২৮ অপরাহ্ণ | সুমন শেখ