শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের পরেরদিন কনে কর্তৃক বরকে তালাক প্রদানের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় এক কলেজ শিক্ষকের বাড়িতে তালাক প্রদান সম্পন্ন হয়।
ঘটনায় জানা যায়, উপজেলার চৌডালা ইউনিয়নের অনার্স পড়ুয়া এক মেয়ের সাথে গোমস্তাপুর ইউনিয়নের এক যুবকের শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রহনপুর পৌর এলাকার একটি মহল্লায় বিয়ে হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এরই এক পর্যায়ে কনে ওই যুবককে তালাকের সিদ্ধান্ত নেয় এবং তার পরিবারকে জানায়।
পরে উভয় পক্ষের সম্মতিতে শনিবার রাতে তালাক সম্পাদন করেন ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম। তালাকের কারণ সম্পর্কে কোনপক্ষই মুখ খুলেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সানশাইন/শামি