সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে প্রাইভেট কারের চাপায় মো. আব্দুর রাজ্জাক (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. নাজির হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে শেরপুরে আসার সময় প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেয়া হয়েছে। এব্যাপারে বগুড়া হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, তার লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।