বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরোধীতা ও নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধীতাকরে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ধামইরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রাথমিক সদস্য বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ৩ নম্বর আলমপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগ সম্পাদক আবু মুছা ও আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন, ৪নং উমার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, যুবলীগের ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, ৬ নং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ৮ নম্বর খেলনা ইউনিয়নে পুনরায় নির্বাচিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন জানান, ‘অব্যাহতি প্রদানকারীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে মেনে চলতে হবে।’