শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে ০৪ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ রাজশাহীর সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ৩,৫,৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলার নাদিরা খাতুন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারন সম্পাদিকা মাকসুদা আলম রোজি, উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ডি.ভি.ও ড. হেমায়েতুল ইসলাম আরিফ, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার সাও, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা, গ্লেনকো ফাউন্ডেশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পনসেটি প্রাক্টিশনার ও ওয়াক ফর লাইফ ক্লিনিকের ম্যানেজার মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি এস.এম.পারভেজ, সাংগঠনিক সম্পাদক রতন আলী, রেবেকা নারী ও শিশু সম্পাদিকা, নাসিমা, নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে।