শনিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ও যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হওয়া র্যালীতে বিশেষভাবে তৈরী বাহন ও ক্র্যাচে ভর দিয়ে বেশ কয়েকজন প্রতিবন্ধীরা অংশ নেন।