বাইডেন, ট্রুডোকে ছাড়িয়ে বিশ্বনেতাদের শীর্ষে মোদি, বলছে মার্কিন জরিপ

যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট জরিপে বিশ্বের ১৩ জন নেতার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই শীর্ষে রেখেছে। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশ মোদিকেই সমর্থন করেন।  মোদির পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। তার দেশের ৬৬ শতাংশ নাগরিক রয়েছেন পক্ষে। তৃতীয়স্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিকে তার দেশের ৬০ শতাংশ নাগরিক সমর্থন দিয়েছে। ৪৮ শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ রয়েছেন জাপানের ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়েছেন ষষ্ঠ স্থানে, পেয়েছেন ৪৩ শতাংশ নাগরিকের সমর্থন। গত ১৩ থেকে ১৯ জানুয়ারি পরিচালিত জরিপে মোদির জনপ্রিয়তা বেড়েছে। গত বছর মে মাসে ৬৩ ও তার আগের বছর একই মাসে ৮৪ শতাংশ ভারতীয় নাগরিক মোদিকে পছন্দ করতেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৪১ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পেয়েছেন তার দেশের ২৬ শতাংশ নাগরিকের সমর্থন।মর্নিং কনসাল্ট প্রতিষ্ঠা হয় ২০১৪ সালে, বিশে^র ১শ দেশের ১০ কোটি মানুষের কাছে ১৫ লাখের বেশি সাক্ষাতকার গ্রহণ করে প্রতিষ্ঠানটি জরিপ করে।


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ | সময়: ৬:০৭ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর