হামিরকুৎসায় জমজমাট ভোটের প্রচার

স্টাফ রিপোর্টার, বাগমারা: চারিদিকে কেবল প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। হামিরকুৎসা ইউনিয়নে নৌকার প্রার্থী পাশাপাশি নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরছেন প্রার্থীরা। বিভিন্ন উন্নয়নের কথা বলে স্থানীয় ভোটারদের কাছে আশা জোগাচ্ছেন তারা। যাদের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা বলে জানাগেছে।
ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন পাঁচজন প্রার্থী। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা খাতুন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাফিনুর নাহার, রাশেদুল হক ফিরোজ এবং বেলাল উদ্দীন শাহ।
তবে সানোয়ারা খাতুন প্রথম বারের মতো আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে দ্বিতীয় বারের মতো আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন। সেই সাথে দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচন করছেন শাফিনুর নাহার।
তিনি এর আগে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। পাশাপাশি চশমা প্রতিক নিয়ে রাশেদুল হক ফিরোজ এবং মটরসাইকেল প্রতিক নিয়ে বেলাল উদ্দীন শাহ প্রথম বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
সকল প্রার্থী লোকজনের পাশে থেকে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে পাঁচ প্রার্থীর ব্যস্ততা ততোই বাড়ছে। তরুণ প্রজন্মের মাঝে নিজেকে সেভাবে এখনো কেউ ঠাঁই করে নিতে পারেননি। সুষ্ঠু নির্বাচন হলে সকল প্রার্থীই নিজেকে বিজয়ের আশাবাদী বলছেন। প্রতিদিনই হামিরকুৎসা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৭:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ