রবিবার, ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
শনিবার বেলা ১১টার সাংবাদিকদের একথা বলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই নিবিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, কোন বহিরাগতকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। ভোট কেন্দ্র বা পাড়া মহল্লায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এনআইডি ছাড়া কেউকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।