সর্বশেষ সংবাদ :

কবি জুলফিকার মতিনকে রাবি উপাচার্যের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট গবেষক ও কবি জুলফিকার মতিন প্রবন্ধ/গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পাওয়ায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অভিনন্দন জানিয়েছেন। কবি জুলফিকার মতিন তাঁর কাব্য প্রতিভার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর প্রতিভার এই স্বীকৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। উপাচার্য অধ্যাপক জুলফিকার মতিনের সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।
কবি জুলফিকার মতিন ১৯৪৬ সালে বর্তমান সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে শিক্ষকতায় যোগ দেন ও ১৯৯৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১২ সালে তিনি শিক্ষকতা থেকে অবসরগ্রহণ করেন। ১০ বছর বয়সে ইত্তেফাক এর কচিকাচার আসরে তাঁর প্রথম কবিতা প্রকাশ পায়। তাঁর উল্লেখযোগ্য সংখ্যক কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটগল্পগ্রন্থ, শিশু-কিশোর সাহিত্য, প্রবন্ধগ্রন্থ, জীবনী ও নির্বাচিত কলামসহ বিভিন্ন গবেষণা পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করলেও কবি হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ