সর্বশেষ সংবাদ :

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দৃষ্টিপ্রতিবন্ধী সারিমির

সানশাইন  ডেস্ক :
মালয়েশিয়ায় ৬৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত এ প্রতিযোগিত রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়। ২৪ আগস্ট শেষদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ। এ প্রতিযোগিতার কিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দেশটির দৃষ্টিপ্রতিবন্ধী কারি মোহাম্মদ কাইয়িম জার সারিমি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরাতের আলী রেজা বিজানি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ব্রুনাই দারুস সালামের জুলহাফিজ আওয়ান তেনগাহ।

 

 

 

 

 

 

নারী শাখায় প্রথম স্থান অর্জন করেছেন মরক্কোর সারা বেলমামুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইন্দোনেশিয়ার রাওদাহ সুপিয়ান নুর ও তৃতীয় হয়েছেন ফিলিপাইনের সাবাহা পাওতো সালিক। প্রতিযোগিতায় হিফজ ও তিলাওয়াত দুই ক্যাটাগরিতে ৫২টি দেশ থেকে ৭৬ জন প্রতিযোগী অংশ নেন। অনলাইনে যাচাই-বাছাইয়ের পর নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষ অধিবেশনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। প্রধানমন্ত্রী বিজয়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শুধু কোরআনকে সবার মধ্যে মহিমান্বিত করবে না, বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩ | সময়: ৫:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine