রাবিতে শীতকালীন ছুটি শুরু আজ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীতকালীন ছুটি শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১৪ জানুয়ারী পর্যন্ত। তবে শিক্ষার্থীরা সাপ্তাহিত ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ১৬ দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি জানান, মূলত আগামী ১ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শুক্র ও শনি সাপ্তাহিত ছুটি থাকায় ৩০ ডিসেম্বর থেকেই এই ছুটি শুরু হচ্ছে। শিক্ষার্থীদের জন্য ১৬ দিনের ছুটি থাকলেও আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ