ই-পেপার

রাবির আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় সম্মিলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মিলন শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ১০ টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনের চত্বরে এই সম্মিলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় সেখানে উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনসহ বিভাগের শিক্ষক ও সম্মিলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অ্যালামনাই বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম।
এরপর সম্মিলনে অংশগ্রহণকারীগণ এক বর্ণাঢ্য র‌্যালিসহ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সম্মিলনের বক্তৃতা পর্ব। এই আয়োজনে আরো ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর