সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নুরুজ্জামান,বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার বিস্তৃর্ণ পদ্মার চরাঞ্চলে বন্যা কবলিদের মাঝে এবার আইনজীবীদের হাত দিয়ে ত্রাণ সামগ্রী ও শাড়ি বিতরণ করেছেন বাংলাদেশ জাতিয়তাবাদী দলের রাজশাহী জেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ। মঙ্গলবার (৮ অক্টবর) সকালে তাঁর নিজেস্ব কয়েকজন আইনজীবী ও ঘনিষ্টজনদের মাধ্যমে এ ত্রাণ বিতরণ করেন। এর কয়েকদিন আগে দলীয় নেতা-কর্মীদের সাথে তিনি নিজে চরাঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন বলে জানান চরাঞ্চলবাসী।
চরাঞ্চলের লোকজন জানান, বিএনপি নেতা আবুসাইদ চাঁদ এর মাধ্যমে আমরা মঙ্গলবার প্রায় শতাধিক পরিবার ত্রাণ সামগ্রী পেয়েছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, আলু ,ডাল ও শাড়ী। আর যারা দিয়ে গেছেন, তাঁরা হলেন, রাজশাহী উকিল বারের সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু , নিরাপদ সড়কের উপদেষ্টা মোঃ জিয়া উদ্দিন আহমেদ, সেভদি ন্যাচার এন্ড লাইফ এর মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান, রাজশাহী জেলা ছাত্র দলের নেতা শামিম সরকার ও ডাঃ আবির হোসেন-সহ প্রায় হাফ ডজন এডভকেট।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। পদ্মা ঘেষা ইউনিয়ন হওয়ার কারণে প্রতি বছর এ অঞ্চলে কম-বেশি বন্যা হয়ে থাকে। যার ব্যত্বয় ঘটেনি এবারও। হাটাৎ করে পদ্মায় পানি বাড়ার কারণে ভাঙ্গন দেখা দিয়েছে কালিদাস খালি, লক্ষী নগর, আতার পাড়া ও পলাশী ফতেপুর সহ বেশ কিছু এলাকা। এর ফলে প্রায় দেড় হাজার বিঘা ফসলী জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। একই সাথে পানি বন্দী হয়ে পড়েছে হাজার-হাজার মানুষ এবং একটি স্কুল ও মসজিদ।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে সেখানে দেখা দিয়েছে ব্যাপক খাদ্য সংকট। ফলে ত্রাণের জন্য হাহাকার এ অঞ্চলের মানুষ। অনেকেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত পাওয়া যাইনি সরকারি বড় কোন সহায়তা। খবর পেয়ে এসব বানভাসিদের মাঝে শনিবার (৫-অক্টোবর) দলীয় নেতা কর্মীদের সাথে করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবুসাইদ চাঁদ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পরদিন তাঁর অফিসারদের মাধ্যমে একশ পরিবারকে ১০ কেজি করে চাল দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার আবারও অত্র এলাকায় ত্রাণ বিতরণ করছেন আবু সাইদ চাঁদের নিজেস্ব লোকজন।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, আমি বন্যাত্রদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছানো-সহ তাদের খাবার ও আর্থিক সহায়তা চেয়ে একটি প্রতিবেদন ইতোমধ্যে জেলা প্রশাসক-সহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরণ করেছি।