রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নিয়ামতপুর উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিয়ামতপুর উপজেলা শাখার আহবায়ক মনজুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলামের, মামুন কবির মতিন, মোবাশ্বের চৌধুরী, জাহাঙ্গীর আলম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিয়ামতপুর উপজেলা শাখার আহবায়ক মনজুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় যেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য দলের সব নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রতিটি ইউনিয়নে, গ্রামে, মহল্লায় গ্রাম পুলিশের পাশাপাশি ইউনিয়ন কমিটির সদস্যদের সজাগ থাকতে হবে। প্রতিমা ভাঙ্গার মত কোন ঘটনা যাতে না ঘটে এজন্য প্রয়োজন হলে মন্ডপে মন্ডপে পাহারা দিতে হবে। প্রতিমা বিসর্জ্জন দেওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।