বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৩০জুলাই) সকালে গণভবনে জার্মানীর রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে করতে এলে এ কথা নিয়ে আলোচনা করেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেব যাতে এটি যথাযথ, মানসম্পন্ন এবং উচ্চ মানসম্পন্ন হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এই তদন্তে সহায়তা নেয়ার জন্য বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের (ইউএন) সঙ্গে যোগাযোগ করেছেন।
প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বলেন, জাতিসংঘ তাদের আগ্রহ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশও আগ্রহ প্রকাশ করেছে।
জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার জানিয়েছেন, এসব ছাড়াও তার দেশ সব সময় বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সঙ্গে জার্মানীর দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।