রাজশাহীতে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি জেলা ক্রীড়া অফিস রাজশাহীর ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বালক-বালিকাদের নিয়ে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাবেক বক্সারবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় ৬০ প্রতিযোগি অংশগ্রহণ করে।


প্রকাশিত: জুন ১৩, ২০২৪ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর