সর্বশেষ সংবাদ :

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় এক মৎস্যচাষির পুকুরে বিষ ঢেলে চার লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম মিজানুর রহমান। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের নামাজ গ্রামের বাসিন্দা। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নামাজ গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মিজানুর রহমান মাছ চাষ করছিলেন। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পরের দিন সকালে তিনি খবর পেয়ে পুকুরে মাছ মরে ভেসে থাকা অবস্থায় দেখতে পান।
তিনি অভিযোগ করেন, পুকুর ইজারা নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ ছিল। তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন। বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: মে ৭, ২০২৪ | সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ