রান না দিয়ে ৭ উইকেট, ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়া সফরের পঞ্চম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৫১ রানের জবাবে মঙ্গোলিয়া গুটিয়ে গেলো মাত্র ২৪ রানে। তাদের ধসিয়ে দেন ১৭ বছর বয়সী স্পিনার রোহমালিয়া। প্রথম বলেই উইকেট নেন তিনি। সাত ব্যাটার তার বলে ডাক মেরেছেন। তার বল থেকে রান নিতে পারেননি কেউই। বুধবার আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তাও আবার অভিষেক ম্যাচেই!
মোট ৩.২ ওভার বল করে ৭ উইকেট নিয়েছেন কোনও রান না দিয়ে। ২০২১ সালের ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নেওয়া নেদারল্যান্ডস সিমার ফ্রেডেরিক ওভারডাইকের রেকর্ড ভেঙেছেন রোহমালিয়া। নারীদের টি-টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি। আর্জেন্টিনার আলিসন স্টকস ৭ উইকেট নেন ৩ রান দিয়ে। ওপেনার নি পুতু আইয়ু নান্দা সাকারিনির ৬১ রানের সৌজনে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাব দিতে নেমে রোহমালিয়ার স্পিনে ভরাডুবি হয় মঙ্গোলিয়ার।


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ