ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল

সানশাইন ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সাত ধাপে এই ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। শনিবার ভারতের নির্বাচন কমিশন থেকে ভোটের এই তারিখ ঘোষণা করা হয়।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। সেখানে প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। সাত ধাপে ভোট গ্রহণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। যা কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চাইতে বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্রে দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার হবে।”


প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪ | সময়: ৩:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর