নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর ৫১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: রমজান উপলক্ষে নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর ৫১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় সদর উপজেলা অডিটোরিয়ামে বে-সরকারী সংস্থা সোস্যাল এইড এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক গোলাম মওলা।
এসময় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম রবিন শীষ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সোস্যাল এইডের প্রতিনিধি ম্যারি লুরে নবস, সোশ্যাল এইডের ডিরেক্টর ও প্রজেক্ট প্যানিং এন্ড ম্যানেজমেন্ট ইসহাক এম সোহেল, সোশ্যাল এইডের পরামর্শক ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, সোস্যাল এইডের প্রকল্প সমন্বয়কারী রাহাত হোসেনসহ অন্যরা।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল ৩০ কেজি, মশুর ডাল ২ কেজি, সয়াবিন তৈল ৫ লিটার, সরিষার তৈল ১ লিটার, ডিম ৩০টি, ছোলা ২ কেজি, চিনি ২ কেজি, পাউডার দুধ ১ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০০ গ্রাম, হলুদ গুড়া ২০০ গ্রাম, মরিচ গুড়া ২০০ গ্রাম।


প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪ | সময়: ৩:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ