তুলাভিত্তিক শস্যবিন্যাস বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ ও করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে তুলাভিত্তিক শস্যবিন্যাস বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ ও করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোন এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো মাহবুবুল হক পাটয়ারী।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফখরে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুক।
কর্মশালায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ধান গবেষণা, তুলা গবেষণা উন্নয়ন কর্তৃপক্ষ ও তুলা চাষীবৃন্দ।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ | সময়: ২:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর