সর্বশেষ সংবাদ :

হরিপুর ইউপি’র ডিজিটাল সেন্টারে আগুন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর হরিপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে বৈদ্যুতিক আগুনে জন্ম নিবন্ধনের প্রমানাদিসহ বিভিন্ন যন্ত্র পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টার দিকে। এব্যাপারে আরএমপি দামকুড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগ থেকে এবং ওই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শরিফুল ইসলাম জানান, শনিবার ৫টা ৫ মিনিটের দিকে হঠাৎ করে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার আগেই এ ঘটনায় ১২টি জন্ম নিববন্ধন রেজিষ্টার বই, প্রায় ৫শ’টি জন্ম নিবন্ধন সনদ, টেবিল ২টি, এজেন্ট ব্যাংকিং ফিঙ্গার মেশিন ১টি, একটি করে ল্যাপটপ, প্রিন্টার ও রাউটারসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এ ব্যাপারে দামকুড়া থানায় অভিযোদ করা হয়েছে।
এব্যাপারে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, বৈদ্যুতিক আগুনে পরিষদের ডিজিটাল সেন্টারের অনেক কিছুই পুড়ে গেছে।


প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ